আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দ্বিতীয় দফা করোনা (কোভিড-১৯) পরীক্ষায় ফল ‘নেগেটিভ’ এসেছে। তবে তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তিত হয়নি। ৯ জুন, মঙ্গলবার সকালে তার চিকিৎসকরা এই তথ্য জানান।
এর আগে গুরুতর অবস্থায় মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
এ বিষয়ে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর দ্বিতীয়বার ৮ জুন, সোমবার মোহাম্মদ নাসিমের স্যাম্পল নেয়া হয়েছিল। আজ রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে ওনার অবস্থার তেমন উন্নতি হয়নি। এখনো সংকটাপন্ন অবস্থায় আছেন তিনি।’
প্রসঙ্গত, গত ১ জুন জ্বর ও কাশির উপসর্গ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। এরপর পরীক্ষায় তার দেহে করোনা শনাক্ত হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে তার ‘ব্রেইন স্ট্রোক হয়। এরপর ওই হাসপাতালেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
বাংলা/এনএস