করোনায় আক্রান্ত বা উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের দাফন-কাফনে এগিয়ে আসা ব্যক্তিদের মধ্যে আলোচিত এক নাম নারায়ণগঞ্জের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এবার তিনি অন্য রকম উদ্যোগ হাতে নিয়েছেন। করোনা পরিস্থিতিতে মানুষের আর্থিক অবস্থা বিবেচনায় এনে নিজে ভর্তুকি দিয়ে ২৮ টাকা হালির ডিম মধ্যবিত্তদের কাছে ১২ টাকায় বিক্রি করার ঘোষণা দিয়েছেন কাউন্সিলর খোরশেদ।
আগামী সপ্তাহ থেকে খোরশেদের নেতৃত্বাধীন ১৩ সদস্যের স্বেচ্ছাসেবক দল খোরশেদ থার্টিন এ কাজ শুরু করবে। এতে সহযোগিতা করবে টাইম টু গিভ নামের অন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
৮ জুন, মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড এর এ জনপ্রিয় কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ নিজেই। এর আগেও তিনি ভর্তুকি মূল্যে তার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী এবং ওষুধ বিক্রি করেছেন।
খোরশেদ আরো বলেন, আগামী সপ্তাহ থেকে মানুষের পুষ্টি চাহিদা পূরণের জন্য অর্ধেক দামে ডিম বিক্রি শুরু করব। বাজারে যেখানে এক হালি ডিম ২৮ টাকা মূল্যে বিক্রি হচ্ছে, সেখানে আমরা ১২ টাকা মূল্যে বিক্রি শুরু করব। শুধু মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে।
উল্লেখ্য, গত ৩০ মে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে কাউন্সিলর খোরশেদের। এর এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন তার স্ত্রী লুনা। এরপর তারা দুজনে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন উন্নত চিকিৎসার জন্য। পরবর্তীতে ফের নমুনা পরীক্ষায় স্ত্রী লুনার করোনা নেগেটিভ আসলেও এখনো করোনা থেকে মুক্তি পাননি খোরশেদ। নিজ বাড়িতে আইসোলেশনে আছেন এ দম্পতি।
করোনাকালীন গত তিন মাসে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় করোনার উপসর্গে মৃত্যু হওয়া ৬১ লাশ দাফন ও দাহ করে ব্যাপক আলোচনায় আসেন কাউন্সিলির খোরশেদ।
আপনার মন্তব্য লিখুন