নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ইলেকশানে ডেমোক্রেট মনোনীত প্রার্থী জো বাইডেন বলেছেন, প্রয়াত জর্জ ফ্লয়েড ‘বিশ্ব বদলে দেবেন।’ হিউস্টনে ফ্লয়েডের পরিবারের সাথে একান্তে দেখা করে সহানুভূতি জানানোর পরে বাইডেন সিবিএস নিউজকে বলেছেন, তার মৃত্যু ‘আমেরিকান ইতিহাসের অন্যতম বড় প্রতিচ্ছবি হয়ে থাকবে’।
একজন শেতাঙ্গ পুলিশের হাতে আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েড হত্যার পরে বিশ্বব্যাপী বর্ণবাদবিরোধী যে প্রতিবাদ শুরু হয়েছে যা সত্যিই আশাব্যঞ্জক।
বাইডেন সিবিএসের উপস্থাপক নোরাহ ওডনেলকে আরো বলেন, “তারা একটি দারুণ পরিবার। তার ছোট মেয়েটা বলেছে ‘বাবা এই পৃথিবীকে পরিবর্তন করে দেবে’ এবং আমি মনে করি সত্যিই তার বাবা বাবা বিশ্ব বদলাতে চলেছেন।”
“আমি মনে করি এখানে যা ঘটেছে তা আমেরিকান ইতিহাসের অন্যতম প্রধান প্রতিচ্ছবি। নাগরিক স্বাধীনতা, নাগরিক অধিকার এবং মানুষের মর্যাদা সমুন্নত করার ক্ষেত্রে এটি প্রতিচ্ছবি হয়ে থাকবে।”
ফ্লয়েড পরিবারের মুখপাত্র বেনজামিন ক্রম্প এই সাক্ষাতের একটি ছবি টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন, ফ্লয়েডের স্বজনরা বাইডেনের মন্তব্যকে স্বাগত জানিয়েছেন।
এদিকে টেক্সাসের হিউস্টনে যেখানে ফ্লয়েড মিনিয়াপলিসে যাওয়ার আগে বাস করতেন সেখানে শোক প্রকাশকারীরা তার মরদেহ দেখার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষারত ছিলো। নিকটস্থ গির্জায় ছয় ঘণ্টা ধরে তার মরদেহ দেখার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।