ভারতের আসামের তেলের কূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে মারা গেছেন ফায়ার সার্ভিসের দুইজন সদস্য। ১০ জুন, বুধবার সকালে একটি জলাশয়ের পাশ থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে ৯ জুন, মঙ্গলবার ওই তেলকূপটিতে আগুন লাগে।
এদিকে গত ২৪ ঘণ্টা ধরে চেষ্টা করেও আগুন আয়ত্তে আনতে পারেননি দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনাবাহিনী । বুধবার সকালেও প্রায় দশ কিলেমিটার দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
ওই খবরে বলা হয়, গত ১৪ দিন ধরে তিনসুকিয়ার তেলের কুয়ো থেকে গ্যাস লিক করছিল। গত সোমবার সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন। এরপর মঙ্গলবার পরীক্ষা করার সময় আগুন লেগে যায়। এ সময় দ্রুতই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী আগুন নেভানোর কাজে নামে। পরে দেশটির বিমানবাহিনী ও সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়। তবে ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। আগুন আরো ছড়িয়ে পড়েছে। প্রায় দেড় কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এলাকায় আগুন ছড়িয়েছে। আগুনের শিখা প্রায় দশ কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে। ওই এলাকার স্থানীয় অনেক বাসিন্দাকে সরিয় নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, গ্যাস লিক করা বন্ধ হতে কমবেশি চার সপ্তাহ সময় লাগবে। ফলে এই আগুন আরও ভয়াবহ আকার নেবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
এই অগ্নিকাণ্ডের জেরে বিরাট ক্ষতির মুখে পড়ছে এলাকার জীব বৈচিত্র্য। এমনকী, চাষের জমি ও চা বাগানের ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই তেলকূপের কয়েক কিলোমিটাররে মধ্যেই রয়েছে মাগুরি বিল। এখানে প্রচুর গাঙ্গেয় ডলফিনের বাস। ক্রমাগত গ্যাস লিক করতে থাকলে তার ভয়াবহ প্রভাব পড়তে পারে এই ডলফিনদের ওপর। এছাড়াও আশপাশের চাষের জমি ও চা বাগানের ব্যাপক ক্ষতি হতে পারে।
বাংলা/এনএস