এতো দিন মানুষের কোটিপতি হওয়ার কথা সবাই শুনেছে। কিন্তু কোটিপতি হাতির কথা কি শুনেছেন? অবশ্যই না। তবে এবার তেমন ঘটনাই ঘটলো ভারতে। এক ব্যক্তি তার অর্ধেক সম্পত্তি পোষা দুটি হাতির নামে লিখে দিয়েছেন। আর তাতেই হাতি দুটি রাতারাতি কোটিপতি বনে গেছেন।
ওই ব্যক্তিটির নাম আখতার ইমাম। বিহারের পাটনা অঞ্চলের বাসিন্দা তিনি। তার হাতি দুটোর নাম রানি (১৫) ও মোতি (২০)। তাদেরই সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছেন আখতার। এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম নিউজ এইট্টিন ও সংবাদ প্রতিদিন।
জানা গেছে, এরা সব সময় ইমামের ছায়াসঙ্গী হয়ে ঘুরে বেড়ায়। বর্তমানে ইমাম একটি হাতিদের রক্ষণা-বেক্ষণের এনজিও’র মালিক। তিনি চান তার সম্পত্তি পাক কোনো বিশ্বস্ত কেউ। তাই দেরি না করে নিজের সম্পত্তির অর্ধেক তিনি এই দুই সন্তানসম হাতিদের নামে লিখে দেন।
এ বিষয়ে আখতার ইমাম বলেন, ‘মানুষের থেকে বেশি বিশ্বস্ত বন্যপ্রাণীরা। আমি দীর্ঘদিন হাতিদের সংরক্ষণের কাজে যুক্ত ছিলাম। চাই না আমার মৃত্যুর পর ওরা অনাথ হয়ে যাক।’
তিনি আরো জানান, বহুবার এই হাতি দুটি তাকে বিপদ থেকে রক্ষা করেছে। তাই তাদের সঙ্গেই ইমামের আত্মিক যোগ তৈরি হয়েছে।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন