নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশি শ্রমিকদের চাকরিচ্যুত করে দেশে ফেরত না পাঠাতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। গতকাল ১০ জুন, বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ইউএই‘র পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে ফোনালাপে এমন অনুরোধ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
সংযুক্ত আরব আমিরাতের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘কেউ চাকরিচ্যুত হলেও যেন কমপক্ষে ৬ মাসের সমপরিমাণ ভাতা ও অন্যান্য সুবিধা পায়।’
সে দেশে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকেও অনুরোধ করেন তিনি। এ সময় এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করা হয়।
ড. মোমেন উল্লেখ করেন, ‘বাংলাদেশে কোয়ারেন্টাইনের সুবিধা নিশ্চিত করতে কোনো বাংলাদেশি শ্রমিক সংযুক্ত আরব আমিরাত থেকে যদি ফেরত আসতে চায় তবে তারা যেন করোনা নেগেটিভ সার্টিফিকেটসহ ধাপে ধাপে আসে।’
এসময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে সবজি এবং হালাল চিকেন ও গরুর মাংস আমদানি করতে সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করেন। তাছাড়া সে দেশ কৃষির উন্নয়নে বাংলাদেশের কৃষি শ্রমিকদের কাজে লাগাতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।
সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র উল্লেখ করে ড. মোমেন সে দেশের উন্নয়নে আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের বাবার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন।
বাংলা/এসএ/
আপনার মন্তব্য লিখুন