ইউটিউব ভিডিও মনিটাইজেশনের নতুন গাইডলাইন নিয়ে এসেছে। ইউটিউব ক্রিয়েটরদের জন্য এই গাইডলাইন তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ইউটিউব গাইডলাইনে সবথেকে বেশি নজর দেওয়া হয়েছে সেই ভিডিওগুলির উপর, যেগুলিতে হিংসাত্মক কনটেন্ট রয়েছে। এই ধরনের ভিডিও গুলির উপর কখনোই আর বিজ্ঞাপন চালানো হবে না। এবার থেকে ইউটিউবে মাঝারি হিংসাত্মক ভিডিও অবধি বিজ্ঞাপন চালানো হবে। এই ধরনের ভিডিওর মধ্যে পড়ছে এমন ভিডিও যেগুলিতে রক্ত অথবা অন্যান্য গ্রাফিক্স কনটেন্ট দেখানো নেই।
এবার থেকে এমন ধরনের কনটেন্টের উপর বিজ্ঞাপন চালানো হবে যেগুলি ততটা হিংসাত্মক নয়, অথবা যেকোনো সাধারন ভিডিও এবং কমেডি কনটেন্ট ইত্যাদি। কমেডি কনটেন্ট এর ক্ষেত্রে অবশ্যই সেটি কোন সম্প্রদায়কে আঘাত দিয়ে করা হলে সেরকম ভিডিওতে বিজ্ঞাপন চালানো হবে না। এছাড়াও বিজ্ঞাপন ছাড়ানো হবে বিভিন্ন খবরের ভিডিওতে যেগুলিতে কোনরকম বিতর্ক অথবা কোন দলকে আঘাত দিয়ে করা হয়নি।
এছাড়াও বাজে ভাষাযুক্ত কন্টেন্ট, অ্যাডাল্ট কন্টেন্ট, ভয়ানক বিভিন্ন ক্রিয়াকলাপ, বিভিন্ন ড্রাগ সম্পর্কিত কন্টেন্ট, এগুলির উপরেও বিজ্ঞাপন চালানো হবে না। ইউটিউব জানিয়েছে আমরা ক্রিয়েটরদের বলছি না যে, কি আপনারা তৈরি করবেন। ইউটিউবে প্রত্যেক ক্রিয়েটর ইউনিক এবং ইউটিউবকে আরো ভালো করে তুলতে সাহায্য করে। তবে এই গাইডলাইনসের মাধ্যমে ইউটিউব ভিডিওতে আরো বেশি স্বচ্ছতা আসবে বলে আমাদের ধারণা।
আপনার মন্তব্য লিখুন