কুমিল্লায় প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্টে এক কলেজ অধ্যক্ষের মৃত্যু হয়েছে। মৃত অধ্যক্ষের নাম আবদুর রহিম। তিনি জেলার মনোহরগঞ্জের চিতোষী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জুন, বুধবার দুপুরে মারা যান তিনি। মৃত নাম আবদুর রহিমের মেয়ে সুমাইয়া আফরিন সানি এই তথ্য জানান। সানি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক।
এ বিষয়ে অধ্যাপক সুমাইয়া আফরিন সানি জানান, আবদুর রহিম হার্টের রোগী ছিলেন। গত ৩-৪ দিন ধরে তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট চলছিল। এরপর মঙ্গলবার রাতে তার স্বাস্থ্যের অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, দেশে করোনায় এ পর্যন্ত ১০১২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ১৫৮৯৯ জন। ১০ জুন, বুধবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলা/এনএস