ক্রমবর্ধমান করোনা ভাইরাস আক্রান্তের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাকিস্তানকে আবার লকডাউনে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। এজন্য পদক্ষেপ হিসেবে দেশটিতে দুই সপ্তাহ লকডাউন এবং পরের দুই সপ্তাহ কাজকর্ম স্বাভাবিক রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। দি গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে।
পাকিস্তানে করোনা পরীক্ষার হার তুলনামূলক কম কম হলেও দেখা গেছে প্রতি ৪ জনের পরীক্ষায় ১ জন করোনায় আক্রান্ত। ডাব্লুএইচও তাই পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশিদকে লেখা এক চিঠিতে লকডাউনের ব্যাপারে তাদের পরামর্শ দিয়েছে । যদিও প্রধানমন্ত্রী ইমরান খান আগেই দেশব্যাপী লকডাউনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তিনি যুক্তি দিয়েছেন যে নতুন করে লকডাউন দিলে দেশটি সে ধাক্কা আর সামাল দিতে পারবে না। প্রদেশগুলো পরে নিজেদের মতে লকডাউন চালু করেছে। অবশ্য গত সপ্তাহে ইমরান খান প্রদেশগুলোতে দেয়া লকডাউনও তুলে ফেলার কথা বলেছেন।
পাকিস্তানে এ অবধি আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ৮হাজার ৩১৭জন। আর মারা গেছে ২,১৭২ জন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর হাসপাতাল বলছে যে তারা কিছু কোভিড -১৯ রোগী ছেড়ে দেয়ার পরেও তারা তাদের সর্বোচ্চ সসক্ষমতা বা তার কাছাকাছি পোঁছে গেছে।
এদিকে সংস্থার মহাপরিচালক টেড্রোস গেব্রেইয়াসসের মতে, বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে সব থেকে বেশি ১ লাখ ৩৬ হাজার জন আক্রান্ত হয়েছে। আর এ আক্রান্তদের সংখ্যার বেশিরভাগই দক্ষিণ এশিয়া এবং আমেরিকা অঞ্চলের।