পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী, বরিশাল সিটি মেয়র সেরিনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক বেগম সাহান আরা আব্দুল্লাহর মৃত্যুতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু গভীর শোক প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তিনি গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমার আত্নার মাগফেরাত কামনা করেন।
এমপি গোলাম কিবরিয়া টিপু শোক প্রকাশ করে জানান, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা, ১৯৭৫ সালের নির্মম হত্যা কাণ্ডের প্রত্যক্ষদর্শী ও আঘাতপ্রাপ্ত শহীদ জননী বেগম সাহান আরা আব্দুল্লাহ ছিলেন দক্ষিণাঞ্চলের তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক। ঘাতকরা তার বড় ছেলে সুকান্ত আবদুল্লাহকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করে। সেই কালো রাতে ঢাকার ২৭ নম্বর মিন্টো রোডে শ্বশুর শহীদ আবদুর রব সেরনিয়াবাতের বাসভবনে পরিবারের অন্যদের সঙ্গে ছিলেন বেগম সাহান আরা আব্দুল্লাহ। তাকে হারিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ তথা আওয়ামী লীগ পরিবার একজন অভিভাবককে হারিয়েছে।
আপনার মন্তব্য লিখুন