প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ দাউদুল ইসলাম। তার নমুনা পরীক্ষা করা হলে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। ১১ জুন, বৃহস্পতিবার রাতে কক্সবাজার পিসিআর ল্যাব থেকে দেয়া রিপোর্টে তিনি করোনা পজেটিভ বলে উল্লেখ করেন।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. অং সুই মারমা জানান, জেলা প্রশাসকের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর একটি মেডিকেল টিম জেলা প্রশাসকের বাসায় পাঠানো হয়েছে। তিনি বাসা থেকে চিকিৎসা সেবা গ্রহণ করবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন জানান, সংক্রমণের শুরু থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক সরকারি বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য মাঠ পর্যায়ে ছিলেন। জনসেবা করতে গিয়ে তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে জেলা প্রশাসক সুস্থ আছেন।
প্রসঙ্গত, জেলাটিতে এ পর্যন্ত জেলায় ৭৮ জনের করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সদর উপজেলার এসিল্যান্ড ও একজন চিকিৎসকও রয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন