ঢাকার কেরানীগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে পাঁচ স্বাস্থ্যকর্মী, তিন শিশু ও দুইজন ইউপি সদস্য রয়েছে। এ পর্যন্ত ২ হাজার জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬১৯ জনের করোনা শনাক্ত হয়। আর মৃত্যু হয়েছে ২১ জনের।
এছাড়াও সুস্থ হয়েছেন ২০৯ জন। এর মধ্যে ৪২ জন র্যাব সদস্য ও ৪৩ জন পুলিশ সদস্য রয়েছে। ১২ জুন, শুক্রবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসের করোনা কন্ট্রোল রুম ও নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ জানান, এখনো ৮০ জনের শরীরের নমুনার ফলাফল হাতে আসেনি।
নতুন আক্রান্তদের মধ্যে কোন্ডা এলাকায় ১০ জন, তেঘুরিয়ায় আট, মালঞ্চ এলাকয় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী পাঁচজন, কলাতিয়ায় তিন, শুভাঢ্যায়, রোহিতপুর, বাস্তায় দুজন করে ও জিনজিরা এলাকায় একজন রয়েছেন।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, যে এলাকাগুলো বেশি করোনা আক্রান্ত এবং ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে সেগুলো তারা লকডাউনে রেখেছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো শাহ জামান জানান, তারা ঢাকা-মাওয়া রোডের পোস্তগোলা সেতু ও বাবুবাজার সেতুসহ কদমতলী চৌরাস্তা এলাকায় অবাধে চলাচল বন্ধ করতে ১২টি টহল টিমকে নিয়মিত টহলে রেখেছে। এছাড়াও র্যাব-১০ এর ক্যাম্প কমান্ডার আবুল কালাম আজাদও এই তথ্য জানান।
এদিকে মাস্ক না পরায় ও বাজারে সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে গত ২৪ ঘণ্টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ৭৫ জনকে অর্থ জরিমানা করেছে।
বাংলা/এনএস