আফগানিস্তানের রাজধানী কাবুলের বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদের ইমামসহ অন্তত চারজন নিহত ও বহু মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ১২ জুন, শুক্রবার একটি মসজিদে জুমার নামাজের সময় এই বোমা হামলা চালানো হয়।
দেশটির মন্ত্রণালয় একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। ওই বিবৃতিতে বলা হয়, শাহ-ই-সুরি মসজিদে রাখা বোমা শুক্রবার নামাজের সময় বিস্ফোরিত হয়েছে। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায়ও স্বীকার করেনি। এমনকি দেশটির আইনশৃঙ্খলা বাহিনীও এখনো নিশ্চিত হতে পারেনি যে এই হামলায় কারা জড়িত।
প্রসঙ্গত, এর আগে ৩০ মে আফগানিস্তানে সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলের গাড়িতে শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় সাংবাদিকসহ অন্তত দুজন নিহত হয়েছিলেন। এ হামলায় অন্তত সাত জন আহত হন।
বাংলা/এনএস