প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হলেও ঝুঁকিমুক্ত নন তিনি। ১২ জুন, শুক্রবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মামুন মুস্তাফি ও হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ এই তথ্য জানান।
এ বিষয়ে ডা. মামুন মুস্তাফি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে। বর্তমানে দিনের বেশিরভাগ সময়ই তাকে অক্সিজেন দেয়া লাগছে না। সবাই তার জন্য দোয়া করবেন।’
গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর সর্বশেষ যে এক্স-রে রিপোর্ট, তাতে তার ফুসফুসের উন্নতি দেখা গেছে। নিউমোনিয়া থেকে তার ফুসফুসে যে ইনফেকশন, তা পর্যায়ক্রমে ধীর গতিতে ভালো হয়ে উঠছে। এর ভিত্তিতেই বলা হচ্ছে যে তার অবস্থার উন্নতি হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘যদিও ডা. জাফরুল্লাহ চৌধুরীর ক্ষেত্রে এখনই বলে দেয়ার কোনো সুযোগ নেই যে তিনি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। কারণ ফুসফুস নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া ছাড়াও তার আরও বেশ কয়েকটি শারীরিক অসুস্থতা রয়েছে। তার বয়স ৭৯ বছর, এটিও একটি কারণ। তার কিডনির প্রকট সমস্যা ও রক্তচাপ আছে। এছাড়াও তিনি তো করোনায় আক্রান্ত। সেই কারণে আমরা বলতে পারি, তার পরিস্থিতির উন্নতি হচ্ছে। কিন্তু তিনি এখনো ঝুঁকিমুক্ত নন।’
ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে বাংলাদেশ, ইংল্যান্ড ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত বোর্ডের মাধ্যমে ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসা চলছে।
প্রসঙ্গত, ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা শনাক্ত করা হয়। ওই দিন গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে তার নমুনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। পরে বিএসএমএমইউর পরীক্ষাও তার করোনা পজিটিভি ধরা পড়ে। এরপর ২৬ মে প্লাজমা থেরাপিও দেয়া হয় তাকে।
বাংলা/এনএস