চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে দেখা নেই জাতীয় মাছ ইলিশের। দেশে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়ে গেছে ৬ সপ্তাহ আগেই। এরপরেও কাঙ্খিত ইলিশের দেখা মিলছে না। এমতাবস্থায় হতাশায় দিন কাটছে জেলেদের।
এ বিষয়ে জেলেরা তারা জানান, সারাদিন নদীতে জাল ফেলছেন তারা। কিন্তু ইলিশসহ কোনো মাছেরই দেখা পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিয়ে অর্থ সংকটে ভুগছেন এসব জেলেরা।
নদীতে পানির স্রোত বাড়লে এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন মৎস্যবিজ্ঞানীরা। তারা জানান, ভারী বৃষ্টিপাত ও নদীতে পানির স্রোত বাড়লে সাগর ও নদীর মোহনায় ছুটে আসবে ঝাঁকে ঝাঁকে ইলিশ।
প্রসঙ্গত, সরকারি তালিকায় চাঁদপুরে প্রায় ৫২ হাজার জেলে রয়েছেন। এখন মাছ না ধরা পড়ায় অভাব-অনটনে দিন কাটাচ্ছেন এই পরিবারগুলো।
বাংলা/এনএস