ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহে এক গার্মেন্টসকর্মীকে খুনের পর পরিচয়হীন করার জন্য বস্ত্রহীন করে ফেলে দেয়ার রহস্য উদঘাটন করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযুক্তকে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম রাজাবালি। ১২ জুন, শুক্রবার ভোরে ফুলবাড়িয়ার শ্রীপুর নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ কামাল আকন্দ এই খবর নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ওসি শাহ কামাল আকন্দ জানান, ১০ জুন ফুলবাড়িয়ার শ্রীপুর গ্রামে একটি কচুক্ষেতে অজ্ঞাত এক নারীর বিবস্ত্র (৩০) লাশ দেখতে পায় স্থানীয়রা। এরপর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নামে। গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ৪৮ ঘন্টার মধ্যেই খুনি রাজাবালিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে রাজাবালি গোয়েন্দা পুলিশকে জানিয়েছে, টাঙ্গাইলের মেয়ে লাভলিকে ভালবাসার ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করেছে তিনি। এই ঘটনারদিন লাভলি তাকে বিয়ে করার জন্য চাপ দিলে লাভলিকে ধর্ষণের পর হত্যা করেন রাজাবালি। পরে তার পরিচয় গোপন করার জন্য মরদেহ বিবস্ত্র করে কচু ক্ষেতে ফেলে রাখেন। আজ বিকেলে আদালতের কাছেও হত্যাকান্ডের দায় স্বীকার করেছেন রাজাবালি। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন