সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল-হক মারা গেছেন। আজ ২৪ অক্টোবর, শনিবার সকালে সাড়ে ৮টার দিকে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা তবিউর রহমান আকাশ।
এর আগে, ১৬ অক্টোবর বিকেলে অসুস্থ হয়ে পড়েন আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার রফিক-উল হক। সেদিনই তাকে আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করার পর পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়। পরে তাকে হাসপাতালের ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হয়।
১৭ অক্টোবর সকালে তার শারীরিক অবস্থা স্বাভাবিক হওয়ায় হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু ওইদিন দুপুরের পরই তাকে ফের হাসপাতালে ভর্তি করতে হয়।
পরে ২০ অক্টোবর, মঙ্গলবার তার অবস্থার অবনতি হয়। সেদিন অক্সিজেন লেভেল ও উচ্চ রক্তচাপ কমে যাওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়েছে। রাতে তাকে ভেন্টিলেটরে দেয়ার পর অবস্থা স্থিতিশীল ছিল।
ডা. রিচমন্ড রোনাল্ড গোমেজের নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী ব্যারিস্টার রফিক-উল-হকের চিকিৎসা চলছিল। কিন্তু সকলের প্রচেষ্টা ব্যর্থ করে চলে গেলেন তিনি।