নভেল করোনাভাইরাসে আক্রান্ত খোরশেদ আলম নামে আরেক রাজস্ব কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ ১৩ জুন, শনিবার ভোরে রাজধানীর উত্তরা তুরাগের জাপান ইস্টওয়েস্ট হাসপাতালে মারা যান তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং ভ্যাট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফরের মহাপরিচালক সৈয়দ মুসফিকুর রহমান জানান, খোরশেদ আলম ঢাকা কাস্টমস হাউসের রপ্তানি পরীক্ষণে কর্মরত ছিলেন।
রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত কাস্টমস ও ভ্যাট বিভাগে দু’জন কর্মকর্তা করোনায় মারা গেলেন। এর আগে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কাস্টমস কমকর্তার মৃত্যু হয়। ৩ জুন জসিম উদ্দিন মজুমদার নামের ওই কর্মকর্তা চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত ছিলেন।
বাংলা/এসএ/
বিজ্ঞাপন
আপনার মন্তব্য লিখুন