সেই যে ‘ময়না গো’ দিয়ে দেশের শ্রোতাদের মনে জায়গা নেওয়ার পর থেকে একের পর এক গান উপহার দিয়ে যাচ্ছেন হাবিব ওয়াহিদ। করোনাভাইরাসের এই সময়েও তার নতুন গান প্রকাশ থেমে নেই। ‘প্রেমের খেলা’ নামের নতুন গান ও মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ করেছেন তিনি।
লোকগানের ধাঁচে গানটি রচনা করেছেন আলী বাকের জিকো। ‘মন ভাঙিলে কান্দিস না রে মন, মন পাখিরে বোঝাবি তুই কী এখন, কত ছলনা দেখলি রে মন, আর কোনো দিনও দুঃখ নেবো না এমন, যার লাগিয়া করলি জীবন ভর, সেই মানুষ না হয় যদি পর, প্রেমের খেলা খেলতে কী মনে লয়, এক জীবনে এতো কান্দন কী সয়-’ শীর্ষক গানটি গাওয়ার পাশাপাশি সুর-সংগীতও করেছেন হাবিব।
গত ১১ জুন, বৃহস্পতিবার এইচডব্লিউ প্রোডাকশনের ব্যানারে হাবিবের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। মীর শরিফুল করিম শ্রাবনের ভিডিও নির্দেশনা ও সিনেমাটোগ্রাফিতে নির্মিত হয়েছে ভিডিওটি। এতেও পারফর্ম করেছেন হাবিব।
বাংলা/এসএ/