ভূতকে ভয় পান না এমন লোক খুব কম। কারণ ছোট বেলা থেকেই এই ভূতের গল্প শুনেই বড় হয়েছে সবাই। অবার অনেক মানুষই এটা বিশ্বাস করে না। কিন্তু পৃথিবীতে কিছু ঘটনা ঘটে, যার যুক্তি খুঁজে পাওয়া যায় না। ঠিক তেমনই একটি ঘটনা ঘটলো ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসিতে। এমকি সেই ভূতুড়ে কাণ্ডের তদন্তে নেমেছে পুলিশ।
ঝাঁসির একটি পার্কে রাতে ব্যায়াম করার স্থান। রাত হওয়া সেখানে ছিলো না কোনো মানুষ। এরপরও ব্যায়াম করার মেশিন নিজ থেকেই চলছিল। সেই দৃশ্য প্রথম দেখাতে যেকেউ ভয় পেয়ে যাবেন। এ ঘটনার ভিডিওটি এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
তবে এটা কোনো রকম ভূতুড়ে বিষয় নয়, কেউ বদমাইশি করেছে বলে জানিয়েছে পুলিশ। ১৩ জুন, শনিবার এই ঘটনার তদন্তে নামার পর পুলিশ এই মন্তব্য করে।
ওই ভিডিওতে দেখা গেছে, রাতের পার্কে একটি খোলা ব্যায়ামের স্থান। কোনো মানুষ নেই। অথচ ব্যায়ামের একটি মেশিন নিজে থেকেই নড়ছে। যেন অদৃশ্য কেউ জিম করছে। অশরীরী। প্রায় ২০ সেকেন্ড ধরে এই ঘটনাটি ঘটে। সাধারণত কাঁধের ব্যায়াম করার জন্য ওই মেশিনটি ব্যবহার করা হয়।
এ বিষয়ে ঝাঁসি পুলিশ জানায়, কোনো রকম ভৌতিক কার্যকলাপ নয়। নন্দনপুরায় কাঁসিরাম পার্কের ঘটনা এটি। তদন্ত করে দেখা গেছে, ওই মেশিনটিতে প্রচুর পরিমাণে গ্রিস লাগানো হয়েছে। ফলে একবার কেউ নাড়িয়ে দিলে, বেশ খানিক্ষণ তা স্থায়ী হচ্ছে। খুব শীঘ্রই এর পিছনে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
বাংলা/এনএস