প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে বিশ্বজুড়ে চলছে ভ্যাকসিন তৈরির গবেষণা। এক্ষেত্রে পিছিয়ে নেই ইসরায়েলের বিজ্ঞানীরাও। করোনার প্রতিষেধক আবিষ্কারের প্রক্রিয়ায় বড় সাফল্যের কথা জানিয়েছে দেশটির বিজ্ঞানীরা। চিহ্নিত করা গিয়েছে এ ভাইরাস মলিকিউল। যা দিয়ে তৈরি করা যাবে ভ্যাকসিন।
সম্প্রতি ইসরায়েলের বার ইলান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এই চাঞ্চল্যকর দাবি করা হয়। ‘এমডিপিআই ভ্যাকসিন’ নামে একটি জার্নালে ওই রিপোর্ট প্রকাশ করা হয়। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
ইসরায়েলি গবেষকরা জানান, ভাইরাসের অ্যান্টিজেন মলিকিউলের ওপর পরীক্ষা চালিয়ে এমনকিছু উপাদান পাওয়া গেছে। যা দিয়ে ভ্যাকসিন তৈরি হলে শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, একই সঙ্গে ইমিউনিটিও বাড়বে। এজন্য ২৫ রকম এপিটোপ চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা।
এপিটোপ হল অ্যান্টিজেন মলিকিউলের প্রোটিন অংশ যার সঙ্গে অ্যান্টিবডি যুক্ত হতে পারে। এই ২৫টি এপিটোপের মধ্যে যদি ৭টি শরীরে ঢোকে, শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে পারবে। এই গবেষণাকে কাজে লাগিয়েই ভ্যাকসিন ক্যানডিডেট তৈরি করছে এই বিশ্ববিদ্যালয়টি।
নানাভাবে এই ৭টি এপিটোপের পরীক্ষা করার পর গবেষকরা নিশ্চিত হন এরা নন এলার্জিক, নন টক্সিক। এতে কোনো প্রকার অটোইমিউন রেসপন্স উসকে দেয়ার ঝঁকিও খুব সামান্য।
বাংলা/এনএস