নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়েছে। গতকাল ১৩ জুন, শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর)মুখপাত্র রাহাত আনোয়ার।
করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথমদিকে নিজ বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন ডা. সাজ্জাদ। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ২৯ মে বিআরবি হাসপাতালে নেয়া হয়। সেদিনই তাকে ঢামেকের করোনা ইউনিটে রেফার করা হয়। অবস্থা খারাপ হওয়ায় ওই রাতেই তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছিলো। সেখানে ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে ডা. সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়।
এদিকে তার স্ত্রীর শরীরেও করোনা শনাক্ত হওয়ায় ১১ জুন তাকে একই মেডিকেলের সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করা ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রতিষ্ঠানটির ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
বাংলা/এসএ/