নভেল করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিলেট কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান মারা গেছেন। আজ ১৫ জুন, সোমবার ভোর পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার ছেলে ডা. আরমান আহমদ শিপলু এ সংবাদটি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ জুন, শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৬৯ বছর বয়সী কামরানের নমুনা পরীক্ষা করা হয়। ওই পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ উল্লেখ করা হয়। তার স্ত্রী আসমা কামরানও করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন।
৬ জুন, শনিবার দুপুর ১২টায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বদর উদ্দিন আহমদ কামরানকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। পরে তার অবস্থার আরো অবনতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৭ জুন সন্ধ্যায় তাকে বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়।
সেখানে প্রাথমিক পর্যবেক্ষণের পর চিকিৎসকরা তার দেহে করোনাজয়ী একজনের শরীর থেকে সংগৃহীত ‘এ’ পজেটিভ রক্তের প্লাজমা থেরাপি দেয়া হয়। এতে কামরানের শারীরিক অবস্থার একটু উন্নতি হয়।
তবে রোববার মধ্যরাতের পর থেকে কামরানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস, হার্টসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।
সিলেট সিটি কর্পোরেশনের প্রথম দুবারের মেয়র কামরান এর পূর্বতন সিলেট পৌরসভার চেয়ারম্যানও ছিলেন। গত গত ২৭ মে তার স্ত্রী আসমা কামরানের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।
বাংলা/এসএ/