ফের বাংলাদেশকে কটাক্ষ করে সংবাদ শিরোনাম করেছে ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার। নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মধ্যে সারা বিশ্বের অর্থনীতি যেখানে ধাক্কা খেয়েছে, সেখানে চলমান রয়েছে বাংলাদেশের অর্থনীতির চাকা। এসব নিয়ে দীর্ঘ এক প্রতিবেদনে কৌশলে বাংলাদেশের উন্নয়নকে কটাক্ষ করেছে পত্রিকাটি।
এর আগেও গত জুন মাসে চীন-ভারত সীমান্ত সংঘাতের মধ্যে বাংলাদেশে চীনা বিনিয়োগের ঘোষণাকে ‘খয়রাতি’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করে পত্রিকাটি। পরে এর জন্য ক্ষমা প্রার্থনা করে সংশোধনীও দেয় তারা। তবে তাদের হীন মানসিকতার যে বদল হয়নি, এর প্রমাণ দিতেই যেন গতকাল ৩ নভেম্বর, মঙ্গলবার সমর বিশ্বাসের লেখা প্রতিবেদন “উইপোকা’ বাংলাদেশ অর্থনীতিতে টপকাচ্ছে ভারতকে! বিশেষজ্ঞরা বলছেন ‘ক্ষণস্থায়ী” শিরোনামে প্রকাশিত হয়।
এখানে নিজেদের বক্তব্য হিসেবে ‘উইপোকা’ শব্দ ব্যবহার না করে কৌশলে বিজেপির সভাপতি ও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্ধৃতিকে ব্যবহার করে তারা। প্রতিবেদনটিতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পরিসংখ্যান ও বিশ্লেষকদের বক্তব্য তুলে ধরা হয়।
এমন শিরোনামে সংবাদ প্রকাশের বিষয়টিকে সহজভাবে নিচ্ছেন না কেউই। ইতোমধ্যে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় গণমাধ্যমকর্মী, রাজনীতিক ও সাংস্কৃতিক কর্মীরাও এমন হীন কাজে ক্ষোভ প্রকাশ করেছেন। বন্ধুরাষ্ট্রের প্রতি এভাবে বারবার কটাক্ষ করার তীব্র নিন্দা জানিয়েছেন তারা।
আপনার মন্তব্য লিখুন