ভারতের সদ্য প্রায়াত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তার বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হবে। মুম্বাই পুলিশ খুব দ্রুতই রিয়ার জবানবন্দি রেকর্ড করবে। দেশটির একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে জিনিউজ।
জানা গেছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখতে চায় মুম্বাই পুলিশ।
সূত্র মতে, রিয়া চক্রবর্তীর সঙ্গেই সম্পর্ক ছিলো সুশান্তের। সুশান্তের এক ভাই জানান, নভেম্বরে সুশান্তের বিয়ে হওয়ার কথা ছিলো। বিয়ের তোরজোড় করতে সুশান্তের পরিবারের সদস্যরা শীঘ্রই মুম্বাই আসতেন। যদিও সুশান্তের বিয়ে কার সঙ্গে হওয়ার কথা ছিলো, সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
আরেক সূত্র জানায়, সুশান্তের মৃত্যু বেশ কয়েকদিন আগে পর্যন্ত তার সঙ্গেই ছিলেন রিয়া চক্রবর্তী। সুশান্ত নিজেই নাকি রিয়াকে বাড়ি পাঠিয়েছিলেন। তাই সুশান্ত ও রিয়ার সম্পর্কের বিষয়টা জানতে এবং তার মানসিক অবসাদের সঠিক কারণ জানতেই পুলিশ রিয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায়। প্রশ্ন উঠছে- সুশান্তের সঙ্গে রিয়ার কোনো ভুল বোঝাবুঝি বা ঝগড়া হয়েছেন কিনা? আর সেই ঝগড়ার প্রভাবই কি সুশান্তের উপর পড়েছিল?
এদিকে গত ৮ জুন আত্মহত্যা করেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। ওই আত্মহত্যার সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনো সংযোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে।
বাংলা/এনএস