বান্দরবান সদর উপজেলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাইচহ্লা মার্মা (৩৮) কুহালং ইউনিয়ন পরিষদের সদস্য। ১৫ জুন, সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় কুহালং ইউনিয়নের বাকিছড়া মাঝের পাড়ায় দুইজন অপরিচিত লোক এসে পাড়ার এক ছেলেকে ডেকে ইউপি সদস্যের বাড়ি চিনিয়ে দিতে বলে। ছেলেটি তাদের দুইজনকে ইউপি সদস্যের বাড়ির সামনে নিয়ে যায়। ইউপি সদস্যের নাম ধরে ডাক দিলে তিনি বাড়ি থেকে বের হন। এ সময় তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মার্মা জানান, সাইচহ্লা মার্মাকে উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
সদর থানা ওসি শহিদুল ইসলাম জানান, কারা ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি।
বাংলা/এনএস