নির্বাচন কমিশন নির্বাচন ও নির্বাচন সংশ্লিষ্ট আইন বাংলায় প্রণয়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেজন্য গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) মধ্যে থাকা রাজনৈতিক দলের নিবন্ধন আইনটি বাংলায় করাসহ স্বতন্ত্র আইন হিসেবে এর খসড়া তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
তবে সংশ্লিষ্ট আইনের মৌলিক বিষয় অক্ষুন্ন রেখেই বাংলায় প্রণয়ন করা হবে। ১৯ জুন, মঙ্গলবার ইসির যুগ্ম-সচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে এসএম আসাদুজ্জামান জানান, নির্বাচন কমিশন নির্বাচন ও নির্বাচন সংশ্লিষ্ট আইনের মৌলিক বিষয় অক্ষুন্ন রেখে বাংলায় প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেজন্য রাজনৈতিক দলের নিবন্ধন আইন, ২০২০ এর খসড়া প্রণয়ন করা হয়েছে।
তিনি আরো জানান, বর্তমানে রাজনৈতিক দলের নিবন্ধন আইন আরপিও’র মধ্যে রয়েছে। প্রস্তাবিত রাজনৈতিক দলের নিবন্ধন আইন আরপিও’র অংশ হবে না, পৃথক নতুন আইন হবে।
প্রস্তাবিত রাজনৈতিক দলের নিবন্ধন আইন, ২০২০ এর খসড়ার বিষয়ে রাজনৈতিক দল ও নাগরিকদের সুচিন্তিত মতামত প্রয়োজন। তাই আইনের খসড়া নির্বাচন কমিশনের ওয়েব সাইটে www.ecs.gov.bd প্রকাশ করা হয়।
আগামী ৭ জুলাই এর মধ্যে মতামত পাঠাতে হবে। ইসির জ্যেষ্ঠ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের ই-মেইলে ([email protected]) এই মতামত পাঠানো যাবে বলেও জানান এসএম আসাদুজ্জামান।
বাংলা/এনএস