পুলিশে চাকরির পাশাপাশি দীর্ঘদিন ধরেই মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন বান্দরবান জেলা আদালতে কর্মরত এসআই আতিকুল ইসলাম। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গত ২৩ মার্চ ছুটি নিয়ে আর কাজে যোগ দেননি তিনি। এই সময়ের মধ্যে তিনি করছিলেন ইয়াবার ব্যবসা।
অবশেষে গত ১৫ জুন, সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সহযোগীসহ আতিকুলকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১১ হাজার ৬০০ পিস ইয়াবা ও নগত পাঁচ লাখ ২৫ হাজার টাকা।
পুলিশে চাকরির পাশাপাশি দীর্ঘদিন ধরেই এসআই আতিকুল ইসলাম মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার তদন্তে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছে তারা। পুলিশ সূত্রের দাবি, ব্যক্তির অপকর্মের দায়ভার বাহিনী কোনো অবস্থাতেই নেবে না।
এ বিষয়ে বান্দরবনের পুলিশ সুপার জেরিন আখতার বলেন, ‘২৩ মার্চের পর থেকে আর কাজে যোগ দেন নি এসআই আতিকুল।’ তার মাদক ব্যবসায় জড়ানোর দায়ভার পুলিশ বাহিনী নেবে না বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে পুলিশ সূত্র আরো জানায়, এসআই আতিকুল ও তার সহযোগীকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার অপরাপর সহযোগী ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
বাংলা/এসএ/