প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট কার্যকর নয় বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ। ১৭ জুন, বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমের কাছে এ তথ্য জানান।
এ বিষয়ে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের রোগ শনাক্তকরণের গণস্বাস্থ্যের কিট কার্যকরী নয়। উপসর্গের প্রথম দুই সপ্তাহে (তাদের) কিট ব্যবহার করে শুধুমাত্র ১১ থেকে ৪০ শতাংশ রোগীর করোনা শনাক্তকরণ সম্ভব বলে জানান তিনি।
এর আগে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষায় গঠিত পারফরম্যান্স কমিটি ওই কিটের কার্যকারিতার সংক্রান্ত প্রতিবেদন উপাচার্যের নিকট জমা দেয়। অধ্যাপক শাহিনা তাবাসসুম এই কমিটিতে নেতৃত্ব দিয়েছেন।
এর প্রতিক্রিয়ায় গণস্বাস্থ্যের অ্যান্টিবডি কিটের উদ্ভাবক দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল জানান, অফিসিয়ালি রিপোর্ট পাওয়ার পর প্রতিক্রিয়া জানানো হবে।
এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র্যাপিড ডট ব্লট কিটের কার্যকারিতার ফলাফল বুধবার জানানোর কথা বলেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এ বিষয়ে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া মঙ্গলবার বলেছিলেন, ‘বুধবার সকালে সংবাদ সম্মেলন ডাকার চিন্তাভাবনা রয়েছে। হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা সংবাদ সম্মেলনের সময় জানিয়ে দেবে।’ সংবাদ সম্মেলনেই কিটের কার্যকারিতার ফলাফল জানানো হতে পারে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল নানা বিতর্কের পর গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন