পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় চীন ও ভারতের রক্তক্ষয়ী যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে একজন কর্নেলসহ অন্তত ২৩ জন ভারতীয় সেনা নিহত হয়। ১৫ জুন, সোমবার রাতের অন্ধকারে আট ঘণ্টা ধরে পাথর ও রড দিয়ে আক্রমণ চালায় চীন সেনারা। এমনকি অনবরত কাটাতার জড়ানো ব্যাটন দিয়ে মারা হয়।
লেহ’র এক হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন ভারতীয় এক সেনার বরাত দিয়ে সেই রাতের ভয়াবহ চিত্র তুলে ধরলেন দেশটির এক সরকারি কর্মকর্তা। এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
চীনের পিপিল লিবারেশন আর্মির অতর্কিত হামলায় এই মৃত্যুর ঘটনা ঘটে। ১৬ জুন, মঙ্গলবার ভারতীয় সেনা সূত্রে জানানো হয়, স্রেফ খণ্ডযুদ্ধ নয়, প্রবল ঠান্ডাতেও মৃত্যু হয়েছে অনেকের।
প্রাণে বাঁচা ওই সেনা সদস্যের ভাষ্য মতে, ‘বহু নিরস্ত্র সেনাকে ওরা মেরেছে। অনেকে এই আচমকা হামলা থেকে বাঁচতে গলওয়ান নদীতে ঝাঁপ দেন। সরকারি বিবৃতি অনুযায়ী, অন্তত ২৪ জন সেনা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসাধীন রয়েছেন আরো ১১০ জন।
এদিকে, চীন এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি। তবে ভারতীয় সেনাবাহিনীর দাবি, এ ঘটনায় অন্তত ৪০ জন চীন সেনা আহত হয়েছেন বা মারা গেছেন।
বাংলা/এনএস
আপনার মন্তব্য লিখুন